
ছত্তিশগড়ের বিজাপুরে এনকাউন্টারে খতম ৩১ মাওবাদী, শহিদ ২ জওয়ান
ছত্তিশগড়ের বিজাপুরে রবিবার সকাল থেকে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই চলছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই গুলির লড়াইে ৩১ জন মাওবাদী খতম হয়েছে বলে জানা গিয়েছে। এই এনকাউন্টারে ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ জাতীয় উদ্যান এলাকায় চলছে। ওই এলাকায় বিপুল সংখ্যক মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে তথ্য পেয়ে মাওবাদীদের বিরুদ্ধে এই যৌথ অভিযান শুরু হয় ৷ বিজাপুরের এসপি এনকাউন্টারের বিষয়টি নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত মাওবাদীদের কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র-সহ অনেক গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে। বাস্তার পুলিশ জানিয়েছে যে, বিজাপুর জেলার ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ জাতীয় উদ্যানের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইে ৩১ জন মাওবাদী খতম হয়েছে। তল্লাশি অভিযান এখনও চলছে। এনকাউন্টারে খতম হওয়া মাওবাদীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।