সোশ্যাল মিডিয়া থেকে তরুণী চিকিৎসকের সমস্ত ছবি মুছে দিতে হবে, সিবিআইকে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমার নির্দেশ, পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর
ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেন্সিক রিপোর্ট নিয়ে সন্দেহপ্রকাশ় করল সিবিআই। তারইমধ্যে আরজি কর হাসপাতালের জন্য তিন কোম্পানি মহিলা বাহিনী আছে। তাঁদের থাকার জায়গা দেওয়া হচ্ছে না। তাঁদের দেড় ঘণ্টা যাত্রা করে আসতে হচ্ছে। কপিল সিব্বল দাবি করেন, কেন্দ্রীয় বাহিনী যা চেয়েছে, তা দিয়েছে রাজ্য সরকার। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি পর্বের শুরুতেই স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই । মুখবন্ধ খামে জমা পড়া স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। আরজি কর কাণ্ডে সিসিটিভি ফুটেজে ঘটনার দিন অভিযুক্তকে ঢুকতে এবং বের হতে দেখা গিয়েছে । ঘটনার দিন ভোর সাড়ে 4টে থেকে সিসিটিভি ফুটেজ থাকার কথা। সেই ফুটেজ কি সিবিআই পেয়েছে ? জানতে চান প্রধান বিচারপতি চন্দ্রচূড়। জবাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান,২৭ মিনিটের মোট চারটি ভিডিয়ো ক্লিপং দেওয়া হয়েছে। অন্যদিকে আন্দোলনের কারণে ২৩ জনের মৃত্যু, জানাল রাজ্য স্বাস্থ্য দফতর ৷ আরজি কর কাণ্ডের স্ট্যাটাস রিপোর্ট জমা দিল রাজ্য ৷ নির্যাতিতার মৃত্যুর শংসাপত্র খতিয়ে দেখছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷আরজি কর মামলার সুপ্রিম শুনানি পর সিবিআইকে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমার নির্দেশ দিল। পরবর্তী শুনানি মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট শীর্ষ আদালতে জমা দেবে CBI। এ ছাড়াও গুরুত্বপূর্ণ কোনও পর্যবেক্ষণ আসতে পারে দেশের শীর্ষ আদালতের তরফে। সে দিকেই নজর বাংলা তথা গোটা দেশের।
- কপিল সিবাল বলেন, ‘ডাক্তারদের ধর্মঘটের জেরে গোটা রাজ্যে ২৩ জন মারা গিয়েছেন। চার সপ্তাহ ধরে ধর্মঘট চলছে। ৬ লাখ মানুষ চিকিত্সা পায়নি। ওপিডি বন্ধ। কার্ডিওলজি, অঙ্কোলজি সব চিকিত্সা বন্ধ। আদালত শেষবার বলেছিল, সবাইকে কাজে যোগদান করতে। তারপরেও কাজে যোগ দেয়নি আন্দোলনরত চিকিৎসকরা।’ তাঁর সংযোজন, ‘৪১ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। একজন তাঁর চোখ হারিয়েছেন। ধর্মঘটী চিকিত্সকরা আহত পুলিশের চিকিত্সা করতে রাজি হয়নি।’
- সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে নির্যাতিতার দেহের ছবি মুছে ফেলার নির্দেশ দিলেন দেশের প্রধান বিচারপতি।
- দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নতুন স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন CBI-কে। এই মামলায় পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার।
- রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত তল্লাশি এবং বাজেয়াপ্ত করার প্রক্রিয়ার সিসিটিভি ফুটেজ CBI-কে দেওয়া হয়েছে? প্রশ্ন সুপ্রিম কোর্টের। জবাবে তুষার মেহতা বলেন, ‘মোট ২৭ মিনিটের চারটি ভিডিয়ো ক্লিপ CBI-কে দেওয়া হয়েছে।’
- সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘আমরা ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট পেয়েছি। মেয়েটিকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয়। দেহে আঘাতের চিহ্ন ছিল। বাংলার CFSL-এ নমুনা পাঠানো হয়েছে। CBI-এর তরফে AIIMS এবং অন্যান্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে সেই নমুনা।’
- আরজি করে ঘটনায় কখন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়? প্রশ্ন সুপ্রিম কোর্টের। জবাবে আইনজীবী কপিল সিবাল বলেন, ‘দুপুর ১টা ৪৭ মিনিটে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়। অস্বাভাবাবিক মৃত্যুর মামলা রুজু হয় দুপুর ২টো ৫৫ মিনিটে।’
- প্রধান বিচারপতির প্রশ্ন, ‘আরজি কর হাসপাতাল থেকে প্রাক্তন অধ্যক্ষের বাড়ির দূরত্ব কত?’ সলিসিটর জেনারেল তুষার মেহতার জবাব, ‘১৫ থেকে ২০ মিনিট।’
- তদন্তের অগ্রগতি কতদূর? জানতে চাইলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
- আইনজীবী কপিল সিবাল বলেন, ‘আমরা স্ট্যাটাস রিপোর্ট ফাইল করেছি। রাজ্যের স্বাস্থ্য বিভাগের রিপোর্টও দিয়েছি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে বিনা চিকিত্সায়।’
- শুরু হলো আরজি কর কাণ্ডের সুপ্রিম শুনানি।
- গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল। ওই দিন প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে যায়।
- সুপ্রিম কোর্টের মামলার তালিকা অনুযায়ী, এ দিন সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির এজলাসে সবার প্রথমে আর জি কর মামলার শুনানির সম্ভাবনা। প্রধান বিচারপতির বেঞ্চে রয়েছেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র।