আমেরিকায় বন্দুক বাজের হামলায় মৃত ১০

আমেরিকায় ফের বন্দুকবাজের হানায় একসঙ্গে ১০ জনের প্রাণ গেল। মৃতদের মধ্যে রয়েছে এক পুলিশ অফিসারও। ইতিমধ্যেই হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল কলোরাডোর বোল্ডার এলাকার কিং সুপার্স নামের এক দোকানের সামনে ঘটেছে দুর্ঘটনা। ধৃতও হামলার জেরে চোট পাওয়ায় আপাতত হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছে।

error: Content is protected !!