অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জেরে ১৩৩৯টি পুজো কমিটিকে জরিমানা

অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার কারণে জেলায় জেলায় ১ হাজার ৩৩৯টি পুজো কমিটিকে জরিমানা করল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। তাদের থেকে জরিমানা বাবদ ২৩ লক্ষ ৫৩ হাজার টাকা দাবি করা হয়েছে। তবে বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্তারা জানাচ্ছেন, এবছর পুজোর সংখ্যা বৃদ্ধি পেলেও, গত বছরের তুলনায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার প্রবণতা কিছুটা কম। কারণ গত বছর ১ হাজার ৭৯৬টি পুজো কমিটির থেকে ৩০ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বাবদ আদায় করেছিল বণ্টন সংস্থা। এবার বিদ্যুৎ সংযোগ খতিয়ে দেখতে জেলায় জেলায় ৬ হাজার ৯৯৯টি পুজো মণ্ডপে যান সংস্থার কর্তারা। এবার মোট ৪৪ হাজার ৪৭৮টি পুজোয় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

error: Content is protected !!