অসমে হাতির হানায় মৃত ২

অসমের চারাইদেও জেলার সোনারিতে হাতির আক্রমণে মৃত্যু হল দুই গ্রামবাসীর। জানা গিয়েছে, আজ সকালে খাদ্যের সন্ধানে সোনারির মঞ্জুশ্রী চা বাগানে ঢুকে আসে হাতির একটি পাল। সেই সময়ই ওই দুই ব্যক্তি হাতির দলটির সামনে এসে পড়েন।

error: Content is protected !!