হলদিয়া আইওসি-তে ভয়াবহ অগ্নিকান্ড মৃত ৩, আহত ৪৪, গ্রিন-করিডোর মাধ্যমে কলকাতায় আনা হল দগ্ধদের
হলদিয়া আইওসি-তে (ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন) লাগল বিধ্বংসী আগুন ৷ মঙ্গলবার বিকেলের এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের ৷ আহত ৪৪ জনের মতো ৷ বেশ কয়েকজন আহতদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । গুরুতর আহত কয়েকজনকে কলকাতা রেফার করা হয়েছে । দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে ৷ পরে আরও ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে […]
আরও পড়ুন