‘নামে যোগী হলেও আসলে উনি ভোগী, উনি গরীবদের কী দেবেন? ওঁকে একটা ভোটও নয়!’ উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে উৎখাতের ডাক মমতার
অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির প্রার্থীদের সমর্থনে বারাণসীতে প্রচারে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই গতকালের প্রসঙ্গ টানেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, ‘এয়ারপোর্ট থেকে আসার সময়ই বিজেপি কিছু কর্মী আমাকে কালো পতাকা দেখিয়েছিল, গাড়িতে ডান্ডা মারল। তখনই গাড়ি থেকে নেমে দাঁড়াই। ভাবলাম উত্তরপ্রদেশে বিজেপি হেরে গিয়েছে। এরপর গঙ্গার ঘাটে গিয়েও একইকাণ্ড করেছে। আমি বলি হর হর মহাদেব।’ এরপরই হুঁশিয়ারির […]
আরও পড়ুন