করোনায় আক্রান্ত চালক ও গার্ড! শিয়ালদহ শাখার ২৯টি লোকাল ট্রেন বাতিল
দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জারি মৃত্যুর মিছিল। একের পর এক রাজ্য নাইট কারফিউ, সপ্তাহান্তে লকডাউন জারি করছে। তবু কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যাঁদের পেশার খাতিরে রোজ বেরোতেই হয়, তাঁরা কিন্তু ফল ভুগছেন। এবর ফল ভুগছে সেই পেশা এবং তাঁর সঙ্গে জড়িয়ে থাকা অন্যান্যরা। এবার কোভিডের খাঁড়া পড়ল রেল কর্নমীদের ওপর। বাংলাতেই একাধিক চালক এবং গার্ড কোভিড আক্রান্ত। যার জেরে বাতিল করা হল শিয়ালদহ শাখার ২৯টি লোকাল ট্রেন। এর আগে হাওড়া শাখায় ৩৪ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে একই কারণে। করোনা আক্রান্ত হয়েছেন হাওড়া স্টেশনের একাধিক টিটি। তার জেরে সচেতন হয়েছে পূর্বরেল। মাস্ক ছাড়া ট্রেনে অথবা স্টেশনে ধরা পড়লে ৫০০ টাকা জরিমানা ঘোষণা করা হয়েছে। রেলসূত্রে জানা গিয়েছে, আজ অন্তত ২৯টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই মুহূর্তে প্রায় ২০ জন চালক ও গার্ড করোনায় আক্রান্ত হয়েছেন। কর্তৃপক্ষ পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করলেও কাজ হচ্ছে না। গত সপ্তাহে ১৪ জন গার্ড করোনা আক্রান্ত হন।