কোভিড কালে একবছরেই স্কুলছুট ৩৫ লক্ষ, শীর্ষে ৫ বিজেপি শাসিত রাজ্য

কোভিড কালে ২০২১-’২২ শিক্ষাবর্ষে সারা দেশে স্কুলছুট হয়েছে ৩৫ লক্ষ পড়ুয়ার। সকলেই দশম শ্রেনীর। এর মধ্যে সাড়ে ৭ লক্ষ পড়ুয়া দশম শ্রেণির পরীক্ষাই দেয়নি। আর সাড়ে ২৭ লক্ষ পড়ুয়া অকৃতকার্য। সব থেকে বড় কথা এই স্কুলছুটের ঘটনায় যে ১১টি রাজ্যের নাম উঠে এসেছে তাতে শীর্ষে আছে বিজেপি শাসিত ৫টি রাজ্য। তালিকায় আছে অ-বিজেপি শাসিত আরও ৫টি রাজ্য এবং বিজেপি শাসিত আরও একটি রাজ্য। এই ১১টি রাজ্যের তালিকায় আছে নরেন্দ্র মোদির গুজরাত, যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাও। স্বাভাবিকভাবেই দেশজুড়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা নিয়ে এই উদ্বেগজনক চিত্র ভাবাচ্ছে সবাইকেই। সম্প্রতি কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের তরফে এই চাঞ্চল্যকর রিপোর্ট তুলে ধরা হয়েছে।

error: Content is protected !!