
হাওড়ার কাণ্ডে গ্রেফতার বেড়ে ৪৬, তদন্তভার নিল সিআইডি
রামনবমীর মিছিল ঘিরে হাওড়ায় অশান্তির ঘটনায় শনিবার সকাল পর্যন্ত আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাওড়া থানার কিছু এলাকা ও শিবপুর থানায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। চলছে মাইকিং। শুক্রবার রাতের পর নতুন কোনও অশান্তির ঘটনা ঘটেনি। তবে এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে। এদিকে এ ঘটনার তদন্তভার এবার নিয়েছে সিআইডি।