আলিগড়ের মাংস প্রক্রিয়াকরণের কারখানায় গ্যাস লিক করে অসুস্থ ৫৯ শ্রমিক ও কর্মচারী
উত্তরপ্রদেশের আলিগড়ের মাংস প্রক্রিয়াকরণের একটি কারখানায় গ্যাস লিক হয়ে বিপত্তি৷ ওই কারখানায় কাজ করা হয় ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। কারখানাটি রয়েছে আলিগড়ের টাকলাসপুর তহশিলে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, কারখানার ভিতরে রোজের ডিউটি চলাকালীনই অ্য়ামোনিয়া গ্য়াস লিক করে ৷ ঘটনার জেরে ৫৯ জন শ্রমিক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েন ৷ প্রশাসনের তরফে এক উচ্চপদস্থ আধিকারিক এই ঘটনার কথা স্বীকার করেছেন ৷ স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনায় ৫৯ জন কর্মী অসুস্থ হয়ে পড়লেও সকলকেই সময় থাকতে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ রোরাওয়ার থানা এলাকার এই ঘটনায় এখনও পর্যন্ত কারও প্রাণনাশেরও খবর পাওয়া যায়নি ৷ দুর্ঘটনার পরই অসুস্থদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে তাঁদের দেখতে যান জেলাশাসক ইন্দর বীর সিং ৷ তিনি জানিয়েছেন, অসুস্থদের চিকিৎসা চলছে ৷ তাঁদের অবস্থা স্থিতিশীল ৷ এই ঘটনার পর ওই কারখানার সুরক্ষাব্যবস্থাও মজবুত করা হয়েছে ৷ এলাকাবাসীর প্রতি তাঁর আবেদন, কেউ যেন কোনও প্ররোচনা বা গুজবে কান না দেন ৷ সবাইকে শান্ত থাকারও আবেদন করেছেন জেলাশাসক ৷ জেলাশাসক ছাড়াও এদিন স্থানীয় জওহরলাল নেহরু মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে অসুস্থদের দেখতে পৌঁছে যান জেলা প্রশাসনের অন্য উচ্চপদস্থ কর্তারা ৷ হাসপাতালের তরফে চিফ মেডিক্য়াল সুপারিনটেন্ডেন্ট ডা. হরিশ মনসুর খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সব মিলিয়ে মোট ৫৯ জনকে হাসপাতালে আনা হয়েছিল ৷ তাঁদের সকলেরই প্রাথমিক চিকিৎসা করা হয় জরুরি বিভাগে ৷ এখন তাঁরা সকলেই বিপন্মুক্ত ৷ অসুস্থদের কয়েকজনকে অক্সিজেন দিতে হলেও দ্রুত তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেই জানিয়েছেন হরিশ ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা ৷ তবে, এই দুর্ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ সেখানে অগ্নিনির্বাপনব্যবস্থা ঠিক মতো কাজ করছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ একইসঙ্গে, কীভাবে গ্যাস লিক হল, কেন আগে থেকে দুর্ঘটনার আঁচ পাওয়া গেল না, সেসবও খতিয়ে দেখছে পুলিশ ৷ ইতিমধ্যেই ওই কারখানার মালিক-সহ মোট ছ’জনকে গ্রেফতার করা হয়েছে ৷