
বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ির উপর উল্টে গেল ট্রাক্টর ট্রলি, মৃত ৬
রাজস্থানের বিকানেরের দেশনোক থানা এলাকায় ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর ট্রলি একটি চারচাকা গাড়ির উপর উল্টে যায় ৷ গাড়িতে যাঁরা ছিলেন তাঁরা সকেলই বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ৷ ওই ৬ জন যাত্রীরই ঘটনাস্থলে মৃত্যু হয় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল মধ্যরাত দেশনোক ব্রিজের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন তাঁদের মধ্যে একজন মহিলা ৷ ট্রলিটি ওভারটেক করতে গিয়ে চারচাকা গাড়িটির উপর পড়ে যায় ৷ যার কারণে গাড়িতে থাকা সমস্ত যাত্রীই ট্রলির নীচে চাপা পড়ে যায়। বিকট আওয়াজ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন ৷ তড়িঘড়ি ট্রলির নীচ থেকে আটকে পড়াদের উদ্ধারের জন্য হাত লাগান ৷ দুর্ঘটনার খবর পেয়ে দেশনোক পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ কিন্তু কোনওভাবেই কাউকে উদ্ধার করা না-গেলে একটি ক্রেন এবং তিনটি জেসিবি নিয়ে আসে ৷ কোনওরকমে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ৷ ঘটনাস্থলে উপস্থিত দেশনোক থানার কনস্টেবল সুনীল বলেন, “গাড়িতে একজন মহিলা সহ ৬ জন ছিলেন। আপাতত জানা গিয়েছে, তাঁরা সকলেই বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। ঘাতক ট্রলিটিতে ছাই নিয়ে যাচ্ছিল ৷ গাড়িটি বিকানের থেকে নোখার দিকে যাচ্ছিল ৷ মৃতদের পরিচয় এখনও জানা যায়নি ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”