বিহারে অপহরণের পর ৬ বছরের শিশু কন্যাকে গণধর্ষণ করে খুন, থানা ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের
বিহারে ছয় বছরের এক শিশুকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ। এরপর তাকে খুন করে নদীর চরে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। নৃশংস এই ঘটনায় মঙ্গলবার পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও কেউ জড়িত রয়েছে কি না, তার খোঁজে তল্লাশি অভিযান চলছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলায়। উচিবান গ্রামের বাসিন্দাদের থেকে খবর পেয়ে মোরহার নদীর ধার থেকে ছয় বছরের শিশুর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এরপরই দেহটি শনাক্ত করে মৃতার পরিবার। এরপর বাবা-মাই পরে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশকে নির্যাতিতার পরিবার জানিয়েছে, সোমবার বাড়ি থেকেই তাকে অপহরণ করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, অপহরণের পর ছয় বছরের শিশুটিকে গণধর্ষণ করা হয়। এরপর তাকে খুন করে নদীর চরে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। প্রথমে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাকে জেরা করে আরেক অভিযুক্তর সন্ধান পেয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুকে গণধর্ষণ ও খুনের ঘটনার পর তোলপাড় বিহারের এই গ্রাম। এক অভিযুক্তকে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। সোমবার সারারাত থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।