মধ্যপ্রদেশের বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যে মিলল ৭টি হাতির মৃতদেহ

মধ্যপ্রদেশের বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যে মিলল সাতটি হাতির মৃতদেহ! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল, মঙ্গলবার বিকেলে বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যের খিতাউলি এলাকায় প্রথমে দুটি হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন বনকর্মীরা। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আরও পাঁচটি হাতিকে অসুস্থ অবস্থায় ও আরও দুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তড়িঘড়ি অসুস্থ হাতিগুলিকে চিকিৎসার ব্যবস্থা করেন বনকর্মীরা। কিন্তু চিকিৎসা চলাকালীন আজ, বুধবার ওই পাঁচটি হাতির মধ্যে আরও তিনটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বনকর্মীরা জানিয়েছেন, মোট ১৩টি হাতির দল ছিল। বাকিগুলি কোথায় গিয়েছে খোঁজ চালানো হচ্ছে। কীভাবে একসঙ্গে এতগুলি হাতির মৃত্যু হল তাও আবার অভয়ারণ্যের ভিতরে, তদন্ত শুরু হয়েছে। মধ্যপ্রদেশের জব্বলপুরে পশুচিকিৎসকরা এসে মৃত হাতিগুলির দেহ ময়নাতদন্ত করছেন। বনকর্মীদের প্রাথমিক অনুমান, ওই অভয়ারণ্যের বাইরে প্রচুর চাষের জমি রয়েছে। যেখানে কৃষকরা চাষ করেন। ওই কৃষকরা ফসলে কীটনাশক ব্যবহার করেছিলেন। সম্ভবত সেই ফসল খেয়েই মৃত্যু হয়েছে হাতিগুলির।