জগদ্দলে নিখোঁজ তৃণমূলের ৭জন এজেন্ট

উত্তর ২৪ পরগার জগদ্দলে ভোটের দিন সকাল থেকেই নিখোঁজ তৃণমূলের সাত এজেন্ট। ফোনেও পাওয়া যাচ্ছে না কাউকে। অভিযোগ, তাঁদের অপহরণ করা হয়েছে। অভিযোগের আঙুল বিজেপির দিকে। এ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামের অভিযোগ, জগদ্দলের মজদুর ক্লাবের ৭টি বুথের এজেন্ট নিখোঁজ হয়ে গিয়েছেন। অবাক করার মতো বিষয় হল, ভোর সাড়ে পাঁচটায় না কি তাঁরা প্রত্যেকেই বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু তারপর থেকেই আর তাঁদের খোঁজ মিলছে না। তৃণমূল প্রার্থীর অভিযোগ, এজেন্টদের নিখোঁজের নেপথ্যে রয়েছে বিজেপি। আগে থেকেই তাঁদের বুথে না বসার জন্য হুমকি দিচ্ছিল স্থানীয় বিজেপি নেতারা। যদিও হুমকির অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অপহরণের অভিযোগও নস্যাত্‍ করা হয়েছে। তবে, ওই সাতজনের এখনও খোঁজ না মেলায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গত লোকসভা নির্বাচনের পর থেকেই জগদ্দলে তৃণমূল কর্মীদের ওপর একাধিক হামলা ও হুমকির ঘটনা সামনে এসেছে। 

error: Content is protected !!