প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে স্কুলের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ, ফেরত দিতে হবে বেতন

এসএসসি দুর্নীতি মামালায় বড় রায় কলকাতা হাইকোর্টের। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে এসএসসির শিক্ষিকা হিসেবে গণ্য করা হবে না। তাঁকে বহিষ্কার করতে হবে। পরবর্তী নির্দেশ পর্যন্ত অঙ্কিতা সহ আর যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁদের কাউকেই স্কুলে ঢুকতে দেওয়া হবে না।ফেরত দিতে হবে সব বেতন।দুটো কিস্তিতে মেটাতে হবে টাকা। ৭ জুন এর মধ্যে প্রথম কিস্তির টাকা দিতে হবে।৭ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা শোধ করতে হবে।৪১ মাস চাকরির সমস্ত টাকা ফেরত দিতে হবে। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মামলার পরবর্তী শুনানি ১০ জুন দুপুর ২ টো।

error: Content is protected !!