
অভিষেকের হাত ধরে আজই তৃণমূলে ফিরতে পারেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং!
বেশ কয়েকদিন ধরেই বেসুরো অর্জুন সিং। রবিবারই পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফিরতে পারেন বিজেপি সাংসদ জল্পনা এমনটাই। সূত্রের খবর, বিকেল ৪টে নাগাদ তৃণমূলে যোগ দিতে পারেন অর্জুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদের যোগদানের সম্ভাবনা রয়েছে। তার আগে উত্তর ২৪ পরগনার নেতাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক।