
১০৫ ঘণ্টায় ৭৫ কিমি হাইওয়ে নির্মাণ, ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’ গড়ল এনএইচএআই
১০৮ ঘণ্টায় ৭৫ কিমি দীর্ঘ অমরাবতী-আকোলা হাইওয়ে নির্মাণের লক্ষ্যে কাজ শুরু হয়েছিল ৷ সেই কাজই শেষ হল লক্ষ্যমাত্রার থেকে ৩ ঘণ্টা কমে ৷ ১০৫ ঘণ্টা ৩৩ মিনিটে রাস্তা গড়ে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে’ নাম তুলল ন্যাশনাল হাইওয়েস অথরিটি (এনএইচএআই) ৷ টুইটারে সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘‘ভারতের স্বাধীনতার ৭৫ বছর স্মরণে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক ঘোষিত আজাদি কা অমৃত মহোৎসবের তত্ত্বাবধানে, ন্যাশনাল হাইওয়েস অথরিটি একটি বিশ্ব রেকর্ড তৈরি করেছে যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে।’’ ন্যাশনাল হাইওয়েস অথরিটি এবং রাজপথ ইনফ্রাকন প্রাইভেট লিমিটেডের সমস্ত প্রকৌশলী, ঠিকাদার, পরামর্শদাতা এবং কর্মীদের অভিনন্দন জানিয়েছেন তিনি ৷ গড়করি বলেন, অমরাবতী থেকে আকোলা জেলার মধ্যে NH 53-এ ১০৫ ঘন্টা এবং ৩৩ মিনিটের মধ্যে ৭৫ কিলোমিটার বিটুমিনাস কংক্রিট একটি ওয়ান-ওয়ে লেনে বসানোর রেকর্ড করা হয়েছে । ওয়ান-ওয়ে লেনের অবিচ্ছিন্ন বিটুমিনাস কংক্রিট রাস্তাটির মোট দৈর্ঘ্য ৭৫ কিলোমিটার ৷ কাজটি ৩ জুন সকাল ৭.২৭-এ শুরু হয়েছিল, যা ৭ জুন বিকেল ৫টায় শেষ হয়েছে । ২০৭০ মেট্রিক টন বিটুমিনের সমন্বয়ে ৩৬৬৩৪ মেট্রিক টন বিটুমিনাস মিশ্রণ ব্যবহার করা হয়েছে। প্রকল্পটি স্বাধীন পরামর্শদাতাদের একটি দল সহ ৭২০ জন কর্মীর দ্বারা বাস্তবায়িত হয়েছে ৷ এর আগে এই বিশ্বরেকর্ডের অধিকারী ছিল কাতারের রাজধানী দোহা ৷ ২৪২ ঘণ্টায় ২৫ কিমি রাস্তা নির্মাণ করে এই রেকর্ড গড়েছিল দোহা।