অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই অগ্নিপথ নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি ভারতীয় সেনার

অগ্নিপথ-কে কেন্দ্র করে তৈরি হওয়া অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় সেনা। ভর্তির প্রক্রিয়া শুরু হবে জুলাই থেকে। বাহিনীর তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ জুলাই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। স্থলসেনাবাহিনীতে যারা যোগ দিতে ইচ্ছুক, তারা ২২ জুলাই থেকে আবেদন করতে পারবেন। রবিবার ভারতীয় বায়ুসেনা প্রকাশ করে ভর্তির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক গঠনের কথা। স্থলসেনাতে ভর্তির হওয়ার ক্ষেত্রেও যোগ্যতামান একই থাকছে। তবে এই প্রক্রিয়ায় বাহিনীর টেকনিক্যাল ও মেডিক্যালে ভর্তি অন্তর্ভুক্ত করা হয়নি। 

error: Content is protected !!