ফের লাইনচ্যুত টয় ট্রেন

ফের লাইনচ্যুত টয় ট্রেন। শনিবার দুপুরে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে যাত্রী বোঝাই ওই টয় ট্রেনটি লাইনচ্যুত হয়। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, এদিন নিউ জলপাইগুড়ি রেল স্টেশন হয়ে শিলিগুড়ি জংশন হয়ে তিনধারিয়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। কিন্তু গয়াবাড়ির কাছে যেতেই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। দীর্ঘক্ষণ ওই টয় ট্রেনটি লাইনের উপরেই দাঁড়িয়ে থাকে ৷ এতে বিপাকে পরতে হয় যাত্রীদের। দুটি কামরায় ২৮ জন যাত্রী ছিল। খবর পেয়ে তিনধারিয়া ওয়ার্কশপ থেকে পাঠানো হয় রিকভারি ভ্যান। রিকভারি ভ্যান গিয়ে ফের ইঞ্জিনটিকে লাইনে তোলে। বিকেল নাগাদ টয় ট্রেনটি ফের তিনধারিয়ায় পৌঁছয়। প্রায় তিন ঘণ্টা টয় ট্রেনটি বেলাইন পরিস্থিতিতে থাকে। তবে এই নিয়ে চলতি মরশুমে দ্বিতীয়বার লাইনচ্যুত হল টয় ট্রেন।

error: Content is protected !!