
নিউটাউনে সরকারি আবাসন থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ
নিউটাউন সরকারি আবাসনের একটি বিল্ডিংয়ের নিচে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ৷ আজ ভোরবেলা নিউটাউনে সরকারি আবাসন আকাঙ্খায় ক্লাসিক থ্রি টাওয়ারের নিচে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন এক নিরাপত্তারক্ষী ৷ তিনিই আবাসনের বাসিন্দাদের খবর দেন ৷ এর পর টেকনো সিটি থানায় খবর দেন সরকারি আবাসনের বাসিন্দারাই ৷ মৃত যুবকের নাম ঈশান নিধারিয়া, বয়স ২১ বছর ৷ পুলিশ সূত্রে খবর, বাসিন্দারা জানিয়েছেন, ওই যুবক আবাসনের কেউ নন ৷ তবে, তিনি এই আবাসনে কী করতে এসেছিলেন ৷ সেখানকার কারও সঙ্গে তাঁর পরিচয় রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷