ওজন বাড়ায় স্ত্রীকে নিয়ে সংসারে নারাজ স্বামী, দিলেন তিন তালাক

বিয়ের পর মোটা হয়ে যান স্ত্রী তাই তাঁকে ‘তিন তালাক’ দিলেন স্বামী ৷ উত্তরপ্রদেশ মীরাঠের ২৮ বছর বয়সী নাজমা বেগম পুলিশের কাছে এমনই অভিযোগ করেছেন ৷ জানা গেছে, ৮ বছরের আগে তাঁর বিয়ে হয় । ওজন বাড়ায় নিয়ে স্বামীর সঙ্গে হামেশাই অশান্তি হত। শেষ পর্যন্ত স্ত্রীকে তালাক দিয়ে দিলেন স্বামী। ঘটনা । মহিলার দাবি, বিয়ের পর তাঁর ওজন বাড়তে শুরু করায় স্বামী তাঁকে কটূক্তি ও নির্যাতন করতে শুরু করেন । এরপর তাঁকে বাড়ি থেকে তাঁড়িয়ে দেওয়া হয় ৷ গত এক মাস ধরে নাজমা তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকেন । এই দম্পতির একটি সাত বছরের ছেলেও রয়েছে । স্বামীর দাবি, অত্যধিক খাওয়া-দাওয়ার ফলে শরীরে মেদ জমছে। খাওয়া কমাতে হবে। সে স্বামীকে বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করে। বলে, বিয়ের আগেও তাঁর খাওয়া যেমন ছিল, বিয়ের পরেও তা একই রয়েছে। না বেড়েছে, না কমেছে। কিন্তু স্বামী সেই সব যুক্তি শুনতে নারাজ। একসময় নাজমাকে সলমন বাড়ি থেকে বের করে দেয়। গত এক মাস ধরে নাজমা রয়েছে বাপের বাড়িতে। তাঁর এক সাত বছরের একটি সন্তান আছে। স্বামী ইতোমধ্যে তাঁকে তালাক দিয়ে দেয়। নাজমা পুলিশের দ্বারস্থ হলে পুলিশ সলমনের বিরুদ্ধে মুসলিম বিবাহ আইনে মামলা রুজু করেছে। পুলিশে দায়ের করা অভিযোগে নাজমা জানিয়েছেন, গত ২৮ অগাস্ট তাঁর স্বামী এবং কয়েকজন তাঁর বাপের বাড়িতে এসে চরম হেনস্থা করে। বাবা-মায়ের সামনে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে মাটিতে ফেলে দিয়ে তালাক ঘোষণা করে চলে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।

error: Content is protected !!