আজ সিআইডি হাজিরা এড়ালেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন না বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে কয়লাপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে তলব করেছিল সিআইডি । শুক্রবার সকাল ১১টার মধ্যে ভবানী ভবনে তাঁকে সমন করা হয়েছিল । ভবানী ভবন সূত্রে খবর, বৃহস্পতিবার রাতেই জিতেন্দ্র তিওয়ারি ভবানী ভবনে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন, তিনি আজ আসতে পারবেন না । প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন জিতেন্দ্র । তবে বিধানসভা নির্বাচনে হেরে যান তিনি ।

error: Content is protected !!