এক ব্যক্তি এক আসনে ভোটে লড়বেন, কেন্দ্রীয় আইনমন্ত্রক-কে প্রস্তাব নির্বাচন কমিশনের

এক ব্যক্তি একটি কেন্দ্র থেকেই নির্বাচনে দাঁড়াতে পারবেন ৷ এই নিয়ম লাগু করতে কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছে প্রস্তাব দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ বর্তমানে একজন যোগ্য ব্যক্তি একসঙ্গে দু’টি কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়াতে পারেন ৷  তবে, কেন্দ্র নির্বাচন কমিশনের এই প্রস্তাব মেনে নেয় কি না, সেটাই এখন দেখার ৷ প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচন কমিশন ২৮৪টি রাজনৈতিক দলকে স্বীকৃতিহীন বলে ঘোষণা করেছে ভারতীয় নির্বাচন কমিশন ৷ আর ২৫৩টি দলকে স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন ৷ সেই সূত্রেই এ বার নির্বাচন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে একজন প্রার্থীর একটি আসনে ভোটে দাঁড়াবেন, এই নিয়ম আনার প্রস্তাব পেশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার ৷ প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা রাহুল গান্ধি অমেঠি এবং ওয়েনাড কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান ৷ সেই নির্বাচনে রাহুল ওয়েনাড থেকে জেতেন ৷ কিন্তু, অমেঠি থেকে হেরে যান ৷ কিন্তু, যদি অমেঠি থেকেও জিততেন, তাহলে কোনও একটি আসন তাঁকে ছেড়ে দিতে হত ৷ পরবর্তী সময়ে সেখানে উপনির্বাচন করাতে হত কমিশনকে ৷ যেমনটা করতে হয়েছিল ২০১৪ সালে নরেন্দ্র মোদির ক্ষেত্রে ৷ যেখানে তিনি বারাণসী এবং ভদোদরা দুই লোকসভা কেন্দ্র থেকে জিতে ছিলেন ৷ কিন্তু, ভদোদরা কেন্দ্র থেকে ইস্তফা দিয়ে দেন তিনি ৷ ফলে সেখানে উপনির্বাচন করতে হয় ৷ এখানেই সমস্যার কথা জানিয়েছেন ভারতীয় নির্বাচন কমিশন ৷ তাদের মতে, এর ফলে অতিরিক্ত অর্থ খরচ এবং মানব সম্পদ প্রয়োজন হয় ৷ যা এড়াতে চাইছে ভারতের নির্বাচন কমিশন ৷ 

error: Content is protected !!