দিল্লিতে টানা বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ি, মৃত ৩, আহত ১০

টানা বৃষ্টিতে ভাসছে দিল্লি। রবিবার গভীর রাতে ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ে একটি দ্বিতল বাড়ি। দিল্লির লাহোরি গেটের কাছে ঘটনাটি ঘটে। বাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৩ জনের। এরমধ্যে চার বছরের এক শিশুও রয়েছে। আহত হয়েছেন ১০ জন। বাড়ির ভিতরে আরও কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। গতকাল সন্ধ্যায় দ্বিতল বাড়িটি ভেঙে পড়ার খবর আসে। খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। প্রসঙ্গত, শনিবার দুপুর থেকে টানা বৃষ্টি চলছে দিল্লি ও সংলগ্ন এলাকায়। 

error: Content is protected !!