উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। কিছু কিছু জায়গায় কমলা, হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, সোমবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল পর্যন্ত হলুদ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। আগামীকাল পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে সিকিমেও। উত্তরবঙ্গের প্রায় প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি লাগাতার বৃষ্টিতে ভাসছে দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক সহ একাধিক রাজ্য। আগামী দুই দিন এই বৃষ্টির প্রভাব থাকবে বলেই জানা গিয়েছে। এদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় নয়ডা, লখনউ, গাজিয়াবাদ ও আগ্রা সহ দিল্লি ও সংলগ্ন উত্তরপ্রদেশের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে দিল্লি ও উত্তরপ্রদেশের পশ্চিমাংশে এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতাও। এছাড়া মুম্বই সহ মহারাষ্ট্রেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে।

error: Content is protected !!