সিঙ্গুর থেকে টাটাকে আমি তাড়াই নি, সিপিএম তাড়িয়েছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গের শিলিগুড়ির কাওয়াখালীতে বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ কেউ বলে বেড়াচ্ছেন সিঙ্গুর থেকে টাটা কে আমি তাড়িয়েছি। টাটা নাকি চাকরি দিচ্ছে । সিঙ্গুর থেকে টাটাকে আমি তাড়াই নি। সিপিএম তাড়িয়েছে। আপনারা গায়ের জোর করে জমি কেড়ে নিয়েছিলেন। আমরা জমি ফিরিয়ে দিয়েছি’। তিনি আরো বলেন শিল্পপতিদের কাছে আমার একান্ত অনুরোধ ,কোন ভেদাভেদ নেই ,আপনারা প্রত্যেকে একসঙ্গে আসুন পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুন। বাণিজ্য সম্মেলন যেভাবে কলকাতায় অনুষ্ঠিত হয় সেই ভাবে আগামী দিন উত্তরবঙ্গে করা যেতে পারে বলেও এদিন সম্মিলনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান।

error: Content is protected !!