বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লি গেলেন দিলীপরা

টানা ২ দিন কলকাতার এক পাঁচতারা হোটেলে ম্যারাথন বৈঠকের পর প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বুধবার রাতেই দিল্লি উড়ে যাচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা। সূত্রের খবর, প্রতি আসনে তিন থেকে পাঁচজন সম্ভাব্য প্রার্থীর নাম রয়েছে তালিকায়। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় সংসদীয় বোর্ড প্রার্থীদের নাম চূড়ান্ত করবে। বৃহস্পতিবার রাতে বা শুক্রবারের মধ্যে প্রথম দুটি দফা ভোটের জন্য বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। দিল্লি যাওয়ার আগে এমনটাই জানিয়েছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, বৈঠকে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তবে প্রথম দু’দফা প্রার্থীদের নাম চূড়ান্ত করার কাজ খুব একটা সহজ হবে না বলেও দলীয় সূত্রে খবর। 

error: Content is protected !!