‘যখন খুশি নেওয়া যাবে করোনার টিকা’, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

এবার থেকে দিন-রাত যখন খুশি ভ্যাকসিন নেওয়া যাবে। বুধবারই এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির কোভিড যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়ার পর এবার শুরু হয়েছে দ্বিতীয় ধাপের ভ্যাকসিন প্রক্রিয়া। দ্বিতীয় ধাপে বেসরকারি হাসপাতাল থেকেও ভ্যাকসিন নিতে পারবেন সাধারণ মানুষ। এবার ভ্যাকসিন প্রক্রিয়া থেকে সময়ের বাধ্য বাধকতা তুলে দিল কেন্দ্র। আজ টুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন লিখেছেন, ‘ভ্যাকসিন প্রক্রিয়া থেকে সময়ের বিধি তুলে দিল কেন্দ্র। ২৪x৭ যে কোনও সময় মানুষ তাঁদের সুবিধা মত ভ্যাকসিন নিতে পারবেন। প্রধানমন্ত্রী একদিকে মানুষের স্বাস্থ্য মূল্য বোঝেন, অন্যদিকে সময়েরও দাম দেন’। এর আগে সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত করোনা টিকা নেওয়ার সময় নির্ধারণ করে দিয়েছিল কেন্দ্র। 

error: Content is protected !!