চলন্ত ট্রেনের সামনে মারণ ঝাঁপ দিয়ে আত্মঘাতী দম্পতি
বচসার জের আত্মঘাতী দম্পতি। ট্রেন আসতেই চলন্ত ট্রেনের সামনে মারণ ঝাঁপ দেন দম্পতির। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। উত্তরপ্রদেশ কানপুর জেলার বাসিন্দা রাজ কিশোর এবং স্ত্রী অঞ্জনা। দুজনেই বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। একসঙ্গেই ট্রেনে যাতায়াত করতেন দম্পতি। সূত্রে খবর, এক বন্ধুর জন্মদিন পার্টিতে যাওয়া জন্যে এদিন সন্ধ্যাবেলা স্টেশনে পৌঁছান অঞ্জলি। কিন্তু বন্ধুর জন্মদিন পার্টি যাওয়া নিয়ে স্টেশনেই অশান্তি শুরু হয় স্বামী স্ত্রীয়ের মধ্যে। ভরা স্টেশনের মাঝেই দুজনের বচসা তুঙ্গে পৌঁছায়। এমন সময় স্টেশনে ট্রেন আসতে দেখে দুজনেই রেললাইনে মারণ ঝাঁপ দেন। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় দম্পতির। অন্যদিকে বাড়িতে তাঁদের চার সন্তান, ৩ কন্যা এবং ১ পুত্র বাবা মায়ের ফেরার অপেক্ষা করছে। অনেক রাত অবধি অপেক্ষা করার পরেও বাবা মা না ফেরায় খুঁজতে বেরোয় তাঁরা। রাস্তায় বেরিয়ে প্রতিবেশীদের কাছে তাঁরা জানতে পারেন দুর্ঘটনার কথা। স্বামী স্ত্রীয়ের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে রেল পুলিশ।