
দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানালেন মোদি-মমতা
রামনবমী নিয়ে বিশেষ আবেগ রয়েছে বিজেপির মধ্য়ে ৷ এই উপলক্ষ্য়ে একাধিক কর্মসূচিও নিয়ে থাকে তারা ৷ রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদি-শাহর পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন মমতাও । তবে রামনবমীর শুভেচ্ছা জানাতে এগিয়ে মমতা আধ ঘণ্টার হেরফেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পিছনে ফেলে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ ভোর থেকেই রামনবমীর শুভেচ্ছা জানাতে শুরু করেছেন রাজনৈতিক নেতা নেত্রীরা । সেই মতো দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোদিমমতা এবং শাহরা। তবে সময়ের হিসেবে দেখা যাচ্ছে বাকি দু জনকে কিছুটা হলেও পেছনে ফেলেছেন মমতা । পাশাপাশি দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে আরও অনেকে ৷ বৃহস্পতিবার সকালে টুইট করে রামনবমীর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷ যদিও তার প্রায় আধ ঘণ্টা আগেই ফেসবুকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ এদিন সকাল সাড়ে ছ টা নাগাদ সোশ্য়াল মিডিয়ায় সকলকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ এরপর প্রায় সকাল প্রায় সাতটা নাগাদ কয়েক মিনিটের ব্য়বধানে একে একে টুইট করেন নরেন্দ্র মোদি অমিত শাহরা। রামনবমী বিজেপির কাছে বরাবরই বিশেষ ৷ এই উপলক্ষ্য়ে দিনভর একাধিক কর্মসূচিও নিয়ে থাকে তারা ৷ এ রাজ্য়েও একাধিক মিছিলের ডাক দিয়েছেগেরুয়া শিবির ৷ তা নিয়ে গতকালই মুখ খুলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ প্রসঙ্গত ভগবান রামের জন্মতিথিকেই রামনবমী হিসাবে পালন করা হয় ৷
रामनवमी के पावन-पुनीत अवसर पर समस्त देशवासियों को अनेकानेक शुभकामनाएं। त्याग, तपस्या, संयम और संकल्प पर आधारित मर्यादा पुरुषोत्तम भगवान रामचंद्र का जीवन हर युग में मानवता की प्रेरणाशक्ति बना रहेगा।
— Narendra Modi (@narendramodi) March 30, 2023
सभी को रामनवमी के महापर्व की हार्दिक शुभकामनाएँ।
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) March 30, 2023
मर्यादा पुरुषोतम प्रभु श्रीराम ने धर्म और सत्य के मार्ग पर चलने के साथ विकट परिस्थितियों में भी धैर्य और सभी के लिए एक समान दयालुता के भाव की शिक्षा पूरे मानव जगत को दी।
प्रभु श्रीराम सभी पर अपनी कृपा बनाये।
जय श्रीराम! pic.twitter.com/sZlvxyCBmv