হরিয়ানায় সেপ্টিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসের জেরে মৃত ২ সাফাইকর্মী সহ ৪

সেপ্টিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসের জেরে মৃত্যু হল ৪ জনের। মৃতদের মধ্যে ২জন সাফাইকর্মীও রয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে, হরিয়ানার ঝাজ্জর জেলার বাহাদুরগড় এলাকায়। পুলিশ সূত্রে খবর, এদিন দু’জন মিস্ত্রি সেপ্টিক ট্যাঙ্কটি মেরামত করতে নামেন। আচমকাই তাঁরা অচেতন হয়ে যান। তাঁদের উদ্ধার করতে পাশে থাকা দুই সাফাইকর্মীও ভিতরে যান। কিন্তু তাঁরাও আর উঠে আসতে পারেননি। বিষাক্ত গ্যাস শরীরে প্রবেশ করার ফলেই ওই ৪জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

error: Content is protected !!