বাঙ্গুর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ

এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ। মৃতের নাম আমন সাউ। উল্লেখ্য, ৪ দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন তিনি। বালিগঞ্জের বাসিন্দা ছিলেন আমন। গত চার দিন আগে সন্তোষপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন তিনি। এরপর তাঁকে ভর্তি করা হয়েছিল এম আর বাঙ্গুর হাসপাতালে। আমনের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, গতকালও তাঁর সঙ্গে কথা হয়েছিল। দাবি, আগের থেকে অনেকটাই ভালো ছিলেন আমন। আরও বলা হয়, আজকে সকালেও টিফিন করেছিলেন তিনি। মৃতের আত্মীয়দের অভিযোগ, রবিবার বেলা করে হঠাৎ চিকিৎসক জানান, আমন মৃত। আমনের  পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতির জন্য মৃত্যু হয়েছে। তারপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঙ্গুর হাসপাতালে। মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ কোনওরকম ভাবেই কোনও  কথা বলছে না তাঁদের সঙ্গে। এই প্রসঙ্গে অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

error: Content is protected !!