দেশ দিল্লির সাকেত আদালত চত্বরে চলল গুলি, গুরুতর জখম মহিলা by সংবাদ AME বাংলা 24X 7 দিল্লিতে আদালত চত্বরে গোলাগুলি। দিল্লির সাকেত আদালতে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন এক ব্যক্তি। মোট চার রাউন্ড গুলি চালিয়েছেন তিনি। গুলি লেগে গুরুতর আহত এক মহিলা। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। সংবাদ AME বাংলা 24X 7 Website https://sangbadamebangla.com/