কালিয়াগঞ্জ মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সদর মহকুমার কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণের পর খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল আদালতে। কিন্তু মঙ্গলবার সেই আর্জি খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। যা মামলাকারীদের কাছে বড় ধাক্কা হিসাবে উঠে এল। একই সঙ্গে কিছুটা হলেও স্বস্তি হয়ে দাঁড়ালো রাজ্য প্রশাসনের কাছে।  মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানান মামলাকারীর আইনজীবী। সেই আবেদনে জানানো হয়, ‘দেরি হলে এই ঘটনায় তথ্যপ্রমাণ নষ্টের আশঙ্কা থেকে যাচ্ছে। তাই আগামীকাল অর্থাৎ বুধবার মামলাটি শুনানির জন্য রাখা হোক।’ কিন্তু এই আবেদন শুনে ও তার স্বপক্ষে পেশ করা সমস্ত দলিল দেখে প্রধান বিচারপতি জানিয়েছেন, দ্রুত শুনানি করা সম্ভব নয়। আগামী সোমবার মামলার শুনানি হবে। সিবিআই তদন্ত ও নির্যাতিতার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও রয়েছে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া এই জনস্বার্থ মামলায়। কিন্তু এদিন সেই মামলার শুরুতেই নেমে এল বড় ধাক্কা।

error: Content is protected !!