সরকারি কর্মচারীদের পদন্নোতির নয়া নিয়মের বিজ্ঞপ্তি জারি করলেন মুখ্যমন্ত্রী
বুধবার নবান্নে সরকারি কর্মচারীদের একাংশকে নিয়ে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন ডব্লুবিসিএস আধিকারিকদের প্রতিনিধি ও সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধি। এরপরেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সেকশন অফিসার- অ্যাডিশনাল সেক্রেটারির মতো পদের সংখ্যা বাড়ছে। সিএএস (কেরিয়্যার অ্যাডভান্সমেন্ট স্কিম) সুবিধার ক্ষেত্রেও হয়েছে সরলীকরণ। কাজে যোগ দেওয়ার ৮, ১৫ এবং ২৪ বছরের মাথায় এই সুবিধা পাবেন কর্মচারীরা। উল্লেখ্য, আগে হেলথ স্কিমে ক্যাশলেস চিকিৎসার সুযোগ ছিল দেড় লক্ষ টাকা পর্যন্ত। তা বেড়ে হয়েছে ২ লক্ষ। সংখ্যালঘু দফতরের আওতায় আছে এসএসকে ও এমএসকে শিক্ষক-শিক্ষিকা। তাঁদের বার্ষিক ইনক্রিমেন্ট হবে ৩ শতাংশ। অবসরের সময় তাঁরা পাবেন বার্ষিক ৩ লক্ষ টাকা।