অসুস্থ মাকে দেখতে দীর্ঘ ১০ বছর পর বাড়ির পথে দেবযানী
জেলে থেকেও একাধিকবার শিরোনামে উঠে এসেছেন তিনি। বিতর্ক পিছু ছাড়েনি তাঁর। এবার প্রায় দশ বছর পর বাড়ি যাচ্ছেন সারদা চিটফাণ্ডকাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। জামিন পাননি তিনি। সূত্রের খবর, আগামী ৫ জুন তিনি মাত্র চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি যেতে পারবেন অসুস্থ মাকে দেখতে। সেই মোতাবেক জেল কর্তৃপক্ষের তরফেও যাবতীয় আয়োজন করা হয়েছে। পুলিশি প্রহরার জন্য লালবাজারে চিঠি দেওয়া হয়েছে সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে। বর্তমানে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন দেবযানী মুখোপাধ্যায়। জানা গিয়েছে, কয়েকদিন ধরেই তাঁর মা অত্যন্ত অসুস্থ। এরপরেই প্যারোলে বাড়ি যাওয়ার জন্য আবেদন জানান দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবী। দেবযানীর আইনজীবীর কথায়, “বিভিন্ন শারীরিক সমস্যা দেখা গিয়েছে দেবযানীর মায়ের। তাই প্যারোলে একবার মাকে দেখতে যাওয়ার জন্য তিনি আবেদন করেন।”