বিহারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১৭০০ কোটির নির্মীয়মাণ ব্রিজ

বালেশ্বরের রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক বড়সড় বিপত্তি। বিহারের ভাগলপুরে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্রিজ। রবিবার সন্ধ্যায় বিহারের ভাগলপুর জেলায় গঙ্গা নদীর উপর এই ব্রিজ ভেঙে পড়ে। অগুয়ান্তি-সুলতানগঞ্জ ব্রিজটি ছিল নির্মীয়মাণ। ফলে এই দুর্ঘটনায় কোনও হতাহতের আশঙ্কা নেই। ব্রিজের তিনটি স্তম্ভ একের পর এক ভেঙে গুঁড়িয়ে যায়। নদীর উপর ১০০ মিটার উচ্চতায় এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। এই ব্রিজ ভেঙে পড়ার চিত্র ক্যামেরাবন্দি করেছেন স্থানীয় মানুষজন। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

error: Content is protected !!