কুস্তিগীরদের কাছে ব্রিজভূষণের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগের উপযুক্ত প্রমাণ চাইল দিল্লি পুলিশ

ব্রিজভূষণের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের যে অভিযোগ জাতীয় কুস্তিগীররা করেছিলেন এবার সেই কুস্তিগীরদের কাছে ব্রিজভূষণের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণের জন্য ভিডিও, ছবি এবং হোয়াটসঅ্যাপ মেসেজের প্রমাণপত্র চেয়ে পাঠাল দিল্লি পুলিশ। উল্লেখ্য, দিল্লি পুলিশ সিআরপিসি-৯১ ধারা অনুযায়ী তদন্তে সহযোগিতার জন্য উপযুক্ত প্রমাণ হিসেবেই ওই জিনিষগুলি আন্দোলনরত কুস্তিগীরদের কাছে চেয়েছেন তদন্তকারী অফিসার। ইতিমধ্যে গতকাল হরিয়ানার সোনিপথে মহাপঞ্চায়েতের সভা থেকে বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছেন। এবং তিনি দাবি করেছেন ব্রিজভূষণকে যদি গ্রেফতার না করা হয়, তাহলে তদন্ত যাতে সুষ্ঠুভাবে না এগোতে পারে তারজন্য বাধা সৃষ্টি করবেন।পুনিয়া আরও বলেন, গত শনিবার তদন্তকারী অফিসাররা যখন অভিযোগকারী ওই সাতজন কুস্তিগীরের সঙ্গে দেখা করেন কুস্তি ফেডারেশনের প্রধান অফিসে। সেই সময় ব্রিজভূষণ শরণ সিংও ওই অফিসে উপস্থিত ছিলেন। তবে তাঁর এই অভিযোগ মানতে চাননি তদন্তকারী অফিসাররা। বজরং পুনিয়ার মতো সাক্ষি মালিকও ওই মহাপঞ্চায়েতের সভা থেকে দাবি করেছেন, এক অভিযোগকারীকে ব্রিজভূষণ শরণ সিং রাজনৈতিক চাপ সৃষ্টি করে অভিযোগ তুলে নেওয়ার চেষ্টা করছেন। এবং তাঁদের রীতিমতো হুমকিও দেওয়া হচ্ছে।

error: Content is protected !!