অশান্ত বিজেপি শাসিত মণিপুর, শান্তি ফেরাতে আজ সর্বদল বৈঠক ডাকল কেন্দ্র

আজ দিল্লির সংসদ ভবনের লাইব্রেরিতে মণিপুরে শান্তি ফেরানো নিয়ে সর্বদল বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। সর্বদল বৈঠকে কেন প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন না, তা নিয়ে বৃহস্পতিবারই তোপ দেগেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই আপত্তিতে কার্যত কর্ণপাতই করেনি কেন্দ্র। বৈঠক হচ্ছেই। সূত্রের খবর, আপাতত মণিপুরে কোনও ভাবেই রাষ্ট্রপতি শাসন জারি করতে নারাজ কেন্দ্র। খাস মণিপুরেরই একটা বড় অংশ যদিও ঠিক সেটাই চাইছে। কেন্দ্র নিজেদের মান রাখতেই সে পথে হাঁটতে নারাজ। এই পরিস্থিতিতে সর্বদল বৈঠকের ঠিক মুখে আবারও অশান্ত হয়ে উঠল মণিপুর। রাজ্যে কুকি-মেইতেই গোষ্ঠী সংঘর্ষের আবহে একাধিক থানা থেকে বিস্তর অস্ত্র লুট হয়েছে বলে খবর। প্রশাসনের একাংশের দাবি, লুট হওয়া অস্ত্রের একটা বড় অংশ চলে গিয়েছে মায়ানমারের জঙ্গিদের কাছে। সেই ঘটনার তদন্তেই বৃহস্পতিবার পাঙ্গেইয়ের পুলিশ ট্রেনিং কলেজে পৌঁছতে চেয়ে প্রায় দু’হাজার মহিলার বাধার মুখে পড়েন সিবিআই আধিকারিকরা। দুপুর ২টো নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় সিবিআই। ঢুকতে না পেরে সাড়ে ৩টে নাগাদ তাঁদের ফিরেও যেতে হয় সেখান থেকে। এ দিন আবার গুলিচালনার ঘটনাও প্রকাশ্যে এসেছে। সংঘর্ষের জেরে পূর্ব ইম্ফলের বেশ কয়েকটি গ্রাম প্রায় জনশূন্য। এ দিন সেখানকারই কিছু এলাকায় হামলার উদ্দেশ্যে একদল সশস্ত্র যুবক পাহাড় বেয়ে নামতে শুরু করেছিলেন বলে খবর। খবর পেয়ে সতর্ক হয়ে যায় সেনা। কোনও ভাবে বুঝিয়ে ওই যুবকদের তারা এলাকাছাড়া করিয়েছে বলে খবর। প্রায় ৪০ দিন ধরে অশান্ত মণিপুরে সংঘর্ষের বলি শতাধিক। হাজার হাজার মানুষ ঘরছাড়া।

error: Content is protected !!