অজিত পওয়ারের শপথগ্রহণে হাজির থাকা তিন এনসিপি নেতাকে বহিষ্কার

দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে রবিবারই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বাগী এনসিপি নেতা অজিত পওয়ার। আর বাগী নেতাদের সঙ্গে থাকা নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। রবিবার রাজভবনে অজিত ও তাঁর সঙ্গীদের শপথ অনুষ্ঠানে হাজির থাকা তিন নেতাকে সোমবার দল থেকে বহিষ্কার করলেন এনসিপি সুপ্রিমো। ওই তিন নেতা হলেন নরেন্দ্র রাঠোরে, বিজয় দেশমুখ ও শিবাজিরাও গরজে। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা অজিত পওয়ার, ছগল ভুজবল, প্রফুল পটেলদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে এদিন বৈঠকে বসেছিল এনসিপির শৃঙ্খলারক্ষা কমিটি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রবিবার দলের যে নয় বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাদের বিধায়ক পদে অযোগ্য ঘোষণা করার জন্য বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি পাঠানো হবে। পাশাপাশি, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও অনুশাসন ভঙ্গের দায়ে রবিবার বিজেপি-সেনা জোট সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়া শিবাজিরাও গরজে, দলের মুম্বই ডিভিশনের প্রধান নরেন্দ্র রাঠোড় এবং আকোলা শহর জেলার সভাপতি বিজয় দেশমুখকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি অজিত পওয়ার-সহ রবিবার যে দলীয় বিধায়করা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁদের সবার বিরুদ্ধেই সাংগঠনিকভাবে পদক্ষেপ করা হবে।   অন্যদিকে, বিদ্রোহের ২৪ ঘন্টা যেতে না যেতেই বাগী শিবিরে ভাঙন শুরু হয়েছে।

error: Content is protected !!