হাওড়া ডিভিশনে মেরামতির জন্য আজ বাতিল প্রায় ৫০টি লোকাল

হাওড়া ডিভিশনে আজ রবিবার ৫০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। রেল ট্র্যাক, সিগন্যাল এবং ওভার হেডে মেরামতির জন্য ছুটির দিনে বিদ্যুৎসংযোগ বন্ধ রেখে কাজ হবে। সেই কারণে আজ হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ এবং খানা-গুনামি সেকশনে ৫০টি লোকাল চলাচল করবে না। বাতিল ট্রেনগুলির নম্বর হল, হাওড়া থেকে ৩৭৩৬৩, ৩৭৮২৭, ৩৭২২৯, ৩৭২৩৭, ৩৭৮১৯, ৩৭৬৫১, ৩৭০৫৫, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬৮২৯, ৩৬৮৩১, ৩৬০৩৩ এবং ৩৭৯১৫। আরামবাগ থেকে ৩৭৩৬৪, ব্যান্ডেল থেকে ৩৭৫৩৬, ৩৭৫৩৮, ৩৭২৪২, ৩৭২৪৪ এবং ৩৭৭৪৯। বর্ধমান থেকে ৩৭৮৩২, ৩৬৮৩৪, ৩৬৮৩৬, ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩৬৮৪৪ এবং ০৩৫৮৭। মেমারি থেকে ৩৭৬৫২ এবং শেওড়াফুলি থেকে ৩৭০৫৬। বারুইপাড়া থেকে ৩২৪১২ এবং শিয়ালদহ থেকে ৩২৪১১, ৩২২২৭, ৩২২২৯, ৩২২৩১ ও ৩২২৩৩। চন্দনপুর থেকে ৩৬০৩৪, ডানকুনি থেকে ৩২২২৮, ৩২২৩০, ৩২২৩২ এবং ৩২২৩৪। রামপুরহাট থেকে ০৩৫৮৮, কাটোয়া থেকে ৩৭৭৪৮, ৩৭৯২৪, ০৩০৯৫, ০৩০৯৭ এবং ০৩০৩৫। আজিমগঞ্জ থেকে  ০৩০৯৬, ০৩০৯৮ ও ০৩০৩৬। এছাড়াও একগুচ্ছ ট্রেনের সময়সূচি আজ অদলবদল হতে চলেছে। অধিকাংশ ট্রেনগুলি নির্ধারিত সময়ের থেকে খানিক দেরিতে যাত্রা শুরু করবে ট্রেনগুলি। একইভাবে একাধিক ট্রেনকে যাত্রা পথে অনেকটা সময় দাঁড় করিয়ে রাখা হবে। কারণ, মেরামতির কাজের জন্য লাইনে চাপ থাকবে। বিকল্প উপায়ে ভিন্ন লাইন নিয়ে ঘুরিয়ে চালানো হবে একাধিক ট্রেনকে। 

error: Content is protected !!