
‘বিনা বিচারে ১ বছর আমাকে আটকে রেখেছে৷’’ আদালতে পৌঁছেই বিস্ফোরক পার্থ
নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকদের হাতে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তার পরে আরেকটা শহিদ দিবস চলে গিয়েছে৷ এসেছে আরেকটা ২২ জুলাই৷ পার্থের গ্রেফতারির বর্ষপূর্তির পরে আজ, সোমবার আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল পার্থ চট্টোপাধ্যায়কে৷ এদিন আদালতে যাওয়ার পথে পার্থ বলেন, ‘‘বিনা বিচারে ১ বছর আমাকে আটকে রেখেছে৷’’ এরপরে সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন, ‘‘বিনা বিচারে বলছেন কেন?’’ পার্থ উষ্মাপ্রকাশ বলেন, ‘‘বিচার হচ্ছে না তাই৷’’ গাড়ি থেকে নেমে কোর্ট লক আপে ঢোকার সময় পার্থর বলেন, ‘‘কে কী বলল আমাদের কিছু এসে গেল না৷ আমি এটুকু বুঝেছি আমাকে জোর করে এখানে আটকে রাখা হয়েছে৷’’ শুধু তাই নয়, মানবাধিকার কর্মী সুজাত ভদ্রের নাম তুলে পার্থ প্রশ্ন করেন, এখন কোথায় বন্দি মুক্তি আন্দোলন করেছিলেন, এখন তাঁরা কোথায়?