
ডেনমার্কে ইরাকি দূতাবাসের সামনে ফের পোড়ানো হল কোরান
ফের ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে পীরানো হল মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরান। সোমবার ইরাকি দূতাবাসের সামনে একদল বিক্ষোভকারী কোরান পোড়ানোর পাশাপাশি দেশটির পতাকাতেও আগুন ধরিয়ে দেয়। এক সপ্তাহের মধ্যে দু’দুবার ইরাকি দূতাবাসের সামনে কোরান পোড়ানোর ঘটনায় ডেনমার্কের সঙ্গে ইরাকের সম্পর্কের অবনতি হতে পারে বলে মনে করছেন কূটনীতিবিদরা। ঈদ-উল-আযহার সময়ে সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে কোরান পোড়ানোর ঘটনা নিয়ে বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। মুসলিম বিশ্বের সঙ্গে সুইডেনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। গত সপ্তাহেই ইরাকের রাজধানী বাগদাদের সুইডিসা দূতাবাসে আগুন ধরিয়ে দিয়েছিল শিয়া সংগঠনের সদস্যরা। ওই বিক্ষোভের কয়েক ঘন্টা বাদে দেশ তেকে সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল ইরাক সরকার।