ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে ম্যাচ জিতল ভারত

প্রথম দুটো টি-২০ হারের পর দারুণ প্রত্যাবর্তন ভারতের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ জিতে সিরিজ ২-২ করল হার্দিক পাণ্ডিয়ারা। ০-২ তে পিছিয়ে পড়ার পরের দুটো ম্যাচে দাপুটে জয়। অভিষেক টি-২০ তে ব্যর্থ হলেও এদিন দলকে জিতিয়েই মাঠ ছাড়েন যশস্বী জয়েসওয়াল‌।‌ ৫১ বলে ৮৪ রানে অপরাজিত বাঁ হাতি ওপেনার। ১৮ বল বাকি থাকতে ৯ উইকেটে জেতে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৭ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। প্রথম উইকেটে ১৬৫ রান যোগ করেন যশস্বী জয়েসওয়াল এবং শুভমন গিল। দুই তরুণ ওপেনারের ঝড়ে খড়কুটোর মতো উড়ে যায় ক্যারিবিয়ান বোলাররা। ৫টি ছয় এবং ৩টি চারের সাহায্যে ৪৭ বলে ৭৭ রান করেন গিল। ৫১ বলে ৮৪ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা যশস্বী। ইনিংসে ছিল ৩টি ছয়, ১১টি চার। টসে জিতে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। সাই হোপ (৪৫) এবং শিমরন হেটমেয়ার (৬১) ছাড়া কেউ রান পায়নি। অধিকাংশ ব্যাটার দু’অক্ষরের রানেই পৌঁছতে পারেনি। নিয়মিত উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২টি ছয়, ৩টি চারের সাহায্যে ২৯ বলে ৪৫ রান করেন হোপ। শেষদিকে নেমে ঝড় তোলেন হেটমেয়ার। ৩৯ বলে ৬১ রান করেন। ইনিংসে ছিল ৪টি ছয়, ৩টি চার। তাঁর ব্যাটে ভর করেই লড়াই করার মতো জায়গায় পৌঁছয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষরক্ষা হল না। ৩ উইকেট নেন অর্শদীপ। রান তাড়া করতে নেমে যশস্বী-শুভমনের দাপটে অনায়াসে সিরিজ ২-২ করল ভারত। আন্তর্জাতিক টি-২০ তে প্রথম অর্ধশতরান যশস্বীর। 

error: Content is protected !!