অস্ত্রোপচারের পর ফের অসুস্থ, এসএসকেএমে ভর্তি ‘কালীঘাটের কাকু’ 

অস্ত্রোপচারের পর জেলে ফিরেই ফের অসুস্থ হয়ে পড়লেন ‘‌কালীঘাটের কাকু’‌ সুজয়কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার গভীর রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। জানা গেছে, বুকে ব্যথা নিয়ে তিনি ভর্তি আছেন হাসপাতালে। এর আগে গত মাসে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি হয়। এদিকে, মঙ্গলবার রাতে এসএসকেএমে ঢোকার মুখে ইডি তদন্তের কথা শুনেই মেজাজ হারান লিপ্‌স অ্যান্ড বাউন্সের উচ্চপদে চাকরি করা সুজয়কৃষ্ণ। রেগেমেগে খারাপ কথা বলেন বলে অভিযোগ। প্রসঙ্গত, নিয়োগ মামলায় জেলবন্দি সুজয়কৃষ্ণ ভদ্র যে সংস্থার উচ্চপদে চাকরি করতেন, সেই সংস্থায় সোমবার রাতভর তল্লাশি চালায় ইডি। সেই তল্লাশি শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তাদের হাতে এসেছে বলে দাবি করেছে ইডির একটি সূত্র। ঘটনাচক্রে ওই দিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সুজয়কৃষ্ণ।

error: Content is protected !!