বেঙ্গল সাফারি পার্কে তিন রয়্যাল শাবকের জন্ম দিল রিকা

বেঙ্গল সাফারি পার্কে তিন অতিথির আগমন ৷ সাদা বাঘ কিকার বোন রিকা জন্ম দিয়েছে তিন শাবকের ৷ এই বিষয়ে জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ পাশাপাশি, পার্কের পরিধি বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন এই দিন ৷

error: Content is protected !!