উত্তরপ্রদেশে চকলেটের লোভ দেখিয়ে ১০ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সবজি বিক্রেতা

চকলেটের লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির এক খুদে পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠল ৭০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের সম্বল জেলার নাখাসা গ্রামে ১০ বছরের ওই বাচ্চাটিকে ধর্ষণের সময়ে এক প্রতিবেশির কাছে হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন সত্তরের বৃদ্ধ।ঘটনা প্রসঙ্গে পুলিশ জানাচ্ছে, অভিযুক্ত মণীশ খান পেশায় একজন সবজি বিক্রেতা। ঘটনার দিন বাড়ির কাছেই এক দোকানে চকলেট কিনতে গিয়েছিল নির্যাতিতা। সেই সময়ে বৃদ্ধ তাকে চকলেট দেবে বলে ডেকে নিয়ে যায়। মায়ের সঙ্গে ওই সবজি বিক্রেতার দোকানে আগেও বহুবার এসেছিল সে। তাই চেনা মানুষের ডাকে সাড়া দেয় খুদে কন্যা। চকলেট দেওয়ার লোভ দেখিয়ে নাবালিকাকে বাড়ির ভিতরে নিয়ে যায় বৃদ্ধ। ১০ বছরের খুদে ৭০ বছরের বৃদ্ধের যৌন লালসার শিকার হয়। শিশুটির কান্না শুনতে পেয়ে কৌতূহলবশত এক প্রতিবেশি বৃদ্ধের বাড়িতে উঁকি দিতেই জঘন্য দৃশ্য ফাঁস হয়। তড়িঘড়ি পাড়া থেকে লোক জড়ো করে অভিযুক্তের বাড়ি ঘিরে ফেলা হয়। এরপর তারা খবর দেয় পুলিশকে। পুলিশ এসে গ্রেফতার করে বৃদ্ধকে।পেশায় শ্রমিক ধর্ষিতার বাবা অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণদের মামলা দায়ের করেন।

error: Content is protected !!