এবার অভিনেত্রী রূপলেখা মিত্রকে তলব করল ইডি

আবাসন বন্টন দুর্নীতিতে নুসরত জাহানের সঙ্গেই ২৪ কোটির আর্থিক প্রতারণা মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রী রূপলেখা মিত্রের। সম্প্রতি এই মামলায় ইডি ডেকে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে। এবার সেই একই মামলায় অভিনেত্রী রূপলেখা মিত্রকে তলব করল ইডি। মঙ্গলবারই নুসরত জানান যে তিনি ইডির মেইল পেলে অবশ্যই হাজিরা দেবেন। বুধবার সেই মামলায় যুক্ত হল আরও এক অভিনেত্রীর নাম, তিনি রূপলেখা মিত্র।

error: Content is protected !!