রিলিজের আগেই ৫০ কোটির ব্যবসা করল ‘জওয়ান’

প্রথমদিনে বক্স অফিসে ১০০ কোটির টাকা ব্যবসা করতে পারে শাহরুখ খানের ‘জওয়ান’, এই খবরেই সরগরম গোটা ভারত। আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ‘জওয়ান’। টিকিটের চাহিদা তুঙ্গে। এই প্রথম কলকাতায় কোনও ছবির শো শুরু হতে চলেছে সকাল ৫টা থেকে। এছাড়াও রাত্রি ২টোতেও থাকছে শো। মুক্তির আগেই রেকর্ড গড়ছে ‘জওয়ান’। এমনকী শাহরুখ নিজেই ভাঙছেন নিজের রেকর্ড। টিকিটের রেকর্ড সংখ্যক বিক্রি জানান দিচ্ছে এই ছবি হতে চলেছে ভারতের সর্বকালের সেরা ওপেনিং। জল্পনা ছিল, ওপেনিং ডে-তেই হেসেখেলে ৫০ কোটির ক্লাবে ঢুকবে ‘জওয়ান’। এবার তাতেই সিলমোহর। দেশ-বিদেশ মিলিয়ে আন্তর্জাতিক বক্সঅফিসেও অগ্রীম বুকিংয়ের ক্ষেত্রে হিন্দি সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে এই ছবি। রিলিজের আগেই ৫০ কোটির ব্যবসা। যা কিনা বিশ্বের বক্সঅফিসে বলিউডের গ্রাফকে একলাফে উর্ধ্বমুখী করে দিয়েছে।

error: Content is protected !!